মনে আছে সেই মানসিকভাবে অসুস্থ নারীর কথা যিনি স্টেশনে গান গেয়ে জীবিকা নির্বাহ করতো। যার একটি গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। হ্যাঁ,
ভারতের সেই লতা কণ্ঠী রানু মণ্ডলের কথা বলছি।
সেই রানু মন্ডল এবার পা দিলেন বলিউডে। গান রেকর্ডিং করলেন বিখ্যাত সুরকার গায়ক হিমেশ রেশমিয়ার সাথে। সেই রেকর্ডিং-এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে দিলেন হিমেশ নিজেই। তারপর আবার নতুন করে শুরু হলো রানু নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এদিকে মুম্বাইয়ের এক বেসরকারি টিভি শোতে গান গাওয়ার অফার পেয়েছেন রানু মন্ডল। গেয়েছেন এবার দুর্গা পূজোর থিম সং। সারেগামাপা সংস্থা উপহার দিয়েছে একটি ক্যালভেরাও। এক সময় বিয়ে করে যে মেয়েরা মাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তারাও ফিরল মায়ের কাছে।
Leave a reply