নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

|

স্টাফ রিপোর্টার,নাটোর:

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আসাদ নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার চাঁচকৈড় আনন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত আসাদ নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে।

আনন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত জাহান ও নির্মাণ শ্রমিকরা জানান, আজ সকালে মোঃ আসাদ ও অন্যান্য নির্মাণ শ্রমিক নির্মাণ কাজ শুরু করে। এক পর্যায়ে অসাবধানতা বশতঃ বিদ্যালয় ভবনের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে তার কনুই লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের নীচে পড়ে যায়। এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply