সকল প্রকার ফুটবলকে বিদায় জানালেন স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। জাপান লিগে ভিসেন কোবের বিপক্ষে ম্যাচের পর অবসরের ঘোষণা দেন তিনি।
অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে পেশাদার ফুটবলের ক্যারিয়ার শুরু হয় এই স্ট্রাইকারের।
খেলেছিলেন লিভারপুল, চেলসি,এসি মিলানেও। ক্যারিয়ারের সেরা সময়টা কাটে তার ওয়ান্দা মেত্রপোলিতানাতে। ক্যারিয়ারের শেষটা কাটান জাপানি ক্লাব সাগান সুতে।
শেষটা সুখকর না হলেও অর্জনের ঝুলিটা খুব একটা খারাপ না তোরেসের। স্পেনের জার্সি গায়ে ১১০ ম্যাচ খেলা ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার ২০১০ সালে জিতেছিলেন বিশ্বকাপ। ২০০৮ এবং ২০১০ সালে জিতেছিলেন ব্যাক টু ব্যাক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
বিদায়ক্ষণে বেশ আবেগাপ্লুত হয়ে পরেন এই ফুটবলার। খেলা শেষে দর্শক এবং সতির্থদের পক্ষ থেকে তাকে সম্মাননা দেয়া হয়।
Leave a reply