Site icon Jamuna Television

২য় ম্যাচেই হোচট খেলো রিয়াল মাদ্রিদ

লিগের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো রিয়াল মাদ্রিদকে। প্রথম ম্যাচে জয় পেলেও রিয়াল ভায়োদলিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জিনেদিন শীষ্যরা।

প্রথমার্ধে রিয়াল একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি। আক্রমণে ধার বাড়াতে ৬৯তম মিনিটে ইসকোর জায়গায় লুকা ইয়োভিচকে নামান জিদান। ৭৮তম মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন ভায়োদলিদের গুয়ার্দিওলা।

চার মিনিট পর রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। ডি-বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ফরাসি স্ট্রাইকার। লা লিগায় এটি তার দেড়শতম গোল। ম্যাচের শেষ দিকে এসে সমতায় ফেরে রিয়াল ভায়োদলিদ। সার্জি গুয়ার্দিওলার গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দলটি।

গত সপ্তাহে প্রথম রাউন্ডে সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। অন্য দিকে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল বেতিসকে হারিয়েছিল ভায়োদলিদ।

Exit mobile version