বিকালে বৈঠকে বসছে চামড়া ব্যবসায়ীরা

|

চামড়ার আড়তদারদের বকেয়া টাকা পরিশোধে বিকালে যৌথসভা করবে চামড়া সংশ্লিষ্ট তিনটি খাতের ব্যবসায়ীরা। দেনা পাওনা পরিশোধের বিষয়টি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর কাছে ৩১ আগস্ট তুলে ধরা হবে।

গেল বৃহস্পতিবার, চামড়া খাতে পাওনা টাকা নিয়ে এফবিসিসিআইতে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া খতিয়ে দেখে পরিশোধের ব্যাপারে ঐক্যমত হয়েছে।

ট্যানারী মালিক, আড়তদার এবং চামড়াজাত পণ্য প্রস্তুতকারক সমিতির নেতারা বিকেলে আবারও বৈঠকে বসবে। বকেয়া নিয়ে বিরোধ একদিনের নয়। ১৯৯০ সাল থেকে এ বকেয়া পড়ে আছে। এখন তিন ধাপে বকেয়া পরিশোধের কথা বলা হচ্ছে। এর মধ্যে ১৯৯০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথম ধাপ, ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তৃতীয় ধাপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply