গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রের আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ তুলে জেলা শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়া হয়েছে।
নিহত ছাত্র ফরহাদ হোসেন ফাহিমের আত্মীয়স্বজন, এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা রোববার দুপুরে এসব কর্মসূচিতে অংশ নেয়।
গাজীপুর প্রেসক্লাব এর সামনে হাসপাতাল রোডে আয়োজিত মানববন্ধন চলাকালে নিহত ছাত্রের বাবা ব্যবসায়ী বকুল হোসেন, মা ফরিদা বেগম, সফিউল আজম টিটু, দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন। তারা বলেন, এবারে অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষায় ফরহাদ হোসেন ফাহিম কয়েক বিষয়ে ফেল করায় ফরম ফিলাপের সুযোগ দেয়া হয়নি। ফাহিম এর জন্যে কাকুতি-মিনতি করলে প্রধান শিক্ষক বাবু পরিমল চন্দ্র দেবনাথ তার বাব-মা’র নাম ধরে অশ্লীল গাল-মন্দ ও গলাধাক্কা দিয়ে বের করে দেয়। প্রধান শিক্ষকের রুঢ় ও অমানবিক আচরণে কষ্ট পেয়ে ফাহিম বাড়ি এসে গত ২২ আগস্ট সন্ধ্যায় ঈদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
এসময়, ফাহিমের সঙ্গে অপরাধমূলক আচরণের কারণে তারা জড়িতদের বিচার দাবি করেন অংশগ্রহণকারীরা।
Leave a reply