বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, সব যাত্রী নিহত

|

স্পেনের ব্যালেয়ারিক দ্বীপপুঞ্জ এলাকায় একটি ছোট বিমান ও একটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়টি বিধ্বস্ত হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিমানের দুইজন যাত্রী ছিলেন, যারা নিহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টারে থাকা তিনজনও মারা গেছেন। ৫ নিহতের মধ্যে একটি শিশুও ছিলো।

ঘটনাটি ঘটে আজ রোববার স্থানীয় সময় দেড়টার দিকে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমান ও হেলিকপ্টারের একাংশের সন্ধান পাওয়া গেছে।

এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply