বেন্ট স্টোকসের অতি মানবীয় ইনিংসে হেডিংলি টেস্ট জিতে নিলো ইংল্যান্ড। শ্বাসরুদ্ধকর ম্যাচে স্টোকসের অপরাজিত ১৩৫ রানে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো ইংলিশরা।
৩ উইকেটে ১৫৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। বাকি ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৯ রানে জো রুটের উইকেট হারিয়ে হোচট খায় ইংলিশরা। তবে স্টোকস আর বেয়ারস্ট্রোর সাবলীল ব্যাটিংয়ে ছন্দে ফিরে আসে ইংলিশরা। বেয়ারস্টো ৩৬ রানে ফেরার পর থিতু হতে পারেননি জস বাটলার ও ক্রিস ওকস। তবে উইকেটের এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান বেন স্টোকস। কিন্তু জয় থেকে ৭৩ রান আগে ৯ উইকেট পরে গেলে ম্যাচ ছিলো অজিদের হাতের মুঠে, জয়ের সুবাস পাচ্ছিলো অজিরা। সেখান থেকে শেষ উইকেটে জ্যাক লিচের সাথে অতিমানবীয় ৭৬ রানের জুটি গড়ে ঐতিহাসিক জয় তুলে নেন স্টোকস। সেই জুটিতে লিচের অবদান মাত্র ১ রান। সেই সাথে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৮ম শতক।
Leave a reply