লা লিগায় রাত ১ টায় মাঠে নামবে বার্সেলোনা। রিয়াল বেটিসকে আতিথ্য দেবে তারা। নিজেদের মাঠ ক্যাম্প নূ’তে রিয়াল বেটিসের বিপক্ষেও মাঠে নামা হচ্ছেনা লিওনেল মেসির।
১৮ জনের স্কোয়াডে রাখা হয়নি মেসির নাম। ইনজুরির কারণে দলে নেই সুয়ারেজ ও ওসমানে ডেম্বেলে। তাইতো ফ্রন্ট লাইন নিয়ে চিন্তায় পড়েছেন বার্সা কোচ ভালভার্দে। তিন তারকার অনুপস্থিতে গ্রিজম্যান, রাফিনহা আর বার্সেলোনা বি দলের ফুটবলার চার্লস পেরেজকে নিয়ে আক্রমণ সাজাতে পারেন বার্সা কোচ। মৌসুমের শুরুর ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ থেকে হার নিয়ে ফিরলেও এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ভালভার্দে।
Leave a reply