বউ ঝগড়া করে বাপের বাড়িতে, রেগে শ্যালিকার ছেলেকে কোপাল স্বামী!

|

স্বামীর সাথে ঝগড়া করে বৌ বাপের বাড়ি চলে যায়। এতে স্বামী যায় ক্ষেপে। শেষমেষ শ্বশুর বাড়ি গিয়ে হাজির। বৌ বাড়িতে না থাকায় শ্যালিকার কাছে জানতে চায় বৌ কোথায়। বাড়িতে নেই শুনেই। পাশে ঘুমন্ত শ্যালিকার শিশুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। দ্রুত হাসপাতালে নেয়া হলেও শিশুটিকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাগপুর জেলায়।

জানা যায়, গণেশের সঙ্গে তাঁর স্ত্রীর প্রায়শই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। সম্প্রতি ঝগড়া করে বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসেন তাঁর স্ত্রী। এই ঘটনার পরে গত সোমবার গণেশ তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে তাঁর স্ত্রীর ছোট বোন রূপালী পান্ডে এবং রূপালীর এক মাসের শিশুও বেড়াতে এসেছিলেন। তিনি শালীর কাছে স্ত্রীর বিষয়ে খোঁজখবর নেন। কেন তাঁরা তাঁর স্ত্রীকে ওই বাড়িতে ফেরত পাঠাচ্ছেন না। এই কথোপকথনের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হাতাহাতির পর্যায়ে চলে যায়। এ সময় রূপালীর ছেলে তখন বিছানায় শুয়ে ঘুমোচ্ছিল। অভিযুক্ত গণেশ তাঁকে ছুরি দিয়ে কোপায় এবং ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply