চলমান ‘জি-সেভেন সম্মেলনে’ ইরানের অঘোষিত অংশগ্রহণে চলছে তোলপাড়। রোববার, ফরাসি প্রেসিডেন্টের সাথে সাইডলাইন বৈঠকে যোগ দেন দেশটির শীর্ষ কূটনীতিক জাভেদ জারিফ।
রয়টার্স জানায়, তাদের মধ্যে প্রায় আধা ঘণ্টা আলোচনা হয়। এর আগে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টানা সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করে ইরানি প্রতিনিধি দলটি। এসময়, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ একটি টুইট পোস্ট করেন। তিনি বলেন, বিশ্ব পরিমণ্ডলে গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিতে অব্যাহত তেহরানের কূটনীতি। পথ কঠিন হলেও, হাল ছাড়া যাবে না।
ফরাসি সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংকট নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে ম্যাকরন সরকার। ইতিবাচক আলোচনা হয়েছে, পরবর্তীতে জানানো হবে বিস্তারিত।
ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে ওয়াশিংটন নাম প্রত্যাহারের পরই তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে ট্রাম্প প্রশাসন। বাদ পড়েননি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও।
Leave a reply