পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতোশখালী গ্রামে ডোবায় ভাসছে অজ্ঞাত এক যুবকের লাশ। নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
সোমবার সকালে ভাসমান অবস্থায় যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবরের সত্যতা নিশ্চিত করেছেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক ফকির।
এখন পর্যন্ত নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পটুয়াখালীর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a reply