সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ তথ্য জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে ডেঙ্গু প্রতিকারে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নন হাইকোর্ট। তাই বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আদালত।
আজ সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেদন দিলে আদালত এসব কথা বলেন।
সময়মত কার্যকরী মশার ওষুধ না কেনার দায় সিটি করপোরেশনের পাশাপাশি সরকারও এড়াতে পারে না বলেও মন্তব্য করা হয়।
আদালত জানান, ডেঙ্গু প্রতিকারে সরকারের পদক্ষেপ এখনো পর্যাপ্ত নয়। ঢাকা শহরে ঠিকমত ওষুধ ছিটানো হচ্ছে না। ঢাকার বাইরে আরও করুণ অবস্থা বলেও মন্তব্য করে আদালত।
আর দক্ষিণ সিটি করপোরেশন আদালতে দেয়া প্রতিবেদনে জানিয়েছে, গত ১০ আগস্ট থেকে ভারতীয় ওষুধ ডেল্টামেথরিন ছিটানো হচ্ছে।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে হাইকোর্টে দেয়া প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ এই ধরনের অন্যান্য রোগ প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরির কাজ চলছে।
Leave a reply