সরকার স্বাধীনতার চেতনা হরণ করে গণতন্ত্রকে হত্যা করেছে: মির্জা ফখরুল

|

ফাইল ছবি

সরকার স্বাধীনতার চেতনা হরণ করে গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জন্মষ্টমীর শুভেচ্ছা বিনিময় শেষে এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার জনগণের সব ধরণের অধিকারই কেড়ে নিয়েছে। এখন মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের সময় সব ধর্মের মানুষই নির্যাতিত হচ্ছে। তাই সবাইকে বিএনপির আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply