ফিফার রেফারির তালিকায় স্থান পেতে যাচ্ছেন বাংলাদেশের সালমা আক্তার এবং জয়া চাকমা।
দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক রেফারির খেতাব পেতে যাচ্ছেন এই বাংলাদেশি দুই নারী। আগামী বছর থেকে ফিফার ব্যাজ পরে খেলা পরিচালনায় নামবেন সালমা ও জয়।
এরই মধ্যে দুজনে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন তাদের পরীক্ষায় পাশের বিষয়টি ফিফার কাছে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে গেলেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বাফুফের রেফারি কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার জানান, দুজনেই ফিটনেস পর্বটা অতিক্রম করেছেন। এখন সেটি ফিফার কাছে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পেলেই সালমা এবং জয় ফিফার তালিকাভুক্ত হবেন।
এর আগে দুজনেরই দেশের বাইরে খেলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। রাঙ্গামাটির মেয়ে জয়া চাকমা সাবেক ফুটবলার। এক সময় জাতীয় দলের হয়েও ফুটবল খেলেছেন। কিন্তু চার বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে বাঁশি হাতে নেমে দারুণ সাফল্য দেখিয়েছেন।
আর রেফারি সালমা আক্তার অ্যাথলেটিক্সে দারুণ পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত ফুটবলের প্রতি আকৃষ্ট হয়ে রেফারির ভূমিকায় নেমেছেন।
Leave a reply