Site icon Jamuna Television

বেনাপোল বন্দরের কেমিক্যাল গোডাউনে আগুন

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনে আজ মঙ্গলবার সকালে আগুন লেগে কোটি টাকার আমদানি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কিভাবে আগুন লেগেছে কেউ সঠিক ভাবে বলতে পারছেনা। তবে কেমিক্যালের ঘর্ষণে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন পোর্ট কর্তৃপক্ষ।

গোডাউন ইনচার্য মনির হোসেন জানান, গোডাউন খুলেই ভিতরে আগুন দেখতে পেয়ে বন্দর পরিচালক ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।

বেনাপোল বন্দর পরিচালক প্রদোষ কান্তি দাস জানান, কিভাবে আগুন লেগেছে এই মুহুর্তে বলতে পারছিনা। তদন্ত টিম গঠন করা হবে। তদন্ত টিম রিপোর্ট দিলে আগুন লাগার কারণ জানা যাবে।

Exit mobile version