Site icon Jamuna Television

‘রোহিঙ্গাদের এত বড় সমাবেশই প্রমাণ করে সরকারের পায়ের নিচে মাটি নেই’

রোহিঙ্গাদের এত বড় সমাবেশ সর্ম্পকে সরকার কিছুই জানে না; এতে প্রমাণিত হয় যে সরকারের পায়ের নিচে মাটি নেই। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানবন্ধনে তিনি একথা বলেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, এই সরকারের কাছে কিছু দাবি করে লাভ নেই। কেননা বর্তমানে তাদের অস্তিত্বই সংকটে রয়েছে; তাই নানান ইস্যুতে আবোল তাবোল কথাবার্তা বলে যাচ্ছেন। কোন ধরনের অঘটন ঘটার আগেই খালেদা জিয়াকে মুক্ত কারার দাবি জানান তিনি।

Exit mobile version