ইতিহাস গড়া হলো না আবাহনীর। এএফসি কাপে আঞ্চলিক পর্বের সেমিফাইনালের দ্বিতীয় লেগে উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব ‘এপ্রিল টোয়েন্টি ফাইভ’র কাছে হেরে বিদায় নিয়েছে আকাশী নীলরা। পিয়ংইয়ংয়ে বাংলাদেশের আবাহনী হেরেছে ২-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোল ব্যবধানের পরাজয়ে ফাইনালে ওঠা হলো না মারিও লেমোসের দলের।
আবাহনীর জন্য উৎসবের মঞ্চ তৈরি ছিলো পিয়ংইয়ংয়ে। প্রথম লেগে ৪-৩ গোলের জয় নিয়ে এগিয়ে থাকা আবাহনীর জন্য ড্র-ই যথেষ্ট ছিলো। সেই পথে ভালোই এগোচ্ছিল তারা। প্রথমার্ধটা কাটে গোল শূন্য ড্রয়েই। দ্বিতীয়ার্ধের শুরুতে খেই হারায় মারিও লেমোসের দল। কিং সু ইয়ংয়ের গোলে এগিয়ে যায় উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব ‘এপ্রিল টোয়েন্টি ফাইভ’। তবে বড় বিপত্তি ঘটে ম্যাচের ৭০ মিনিটে; ডিফেন্ডার মামুন মিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। সেই সুযোগে ৮৩ মিনিটে দুর্বল রক্ষণে আবারও ভাঙ্গন ধরান সেই কিং সু ইয়ং। বাকি সময়ে আর ম্যাচে ফেরা হয়নি ১০ জনের দল আবাহনীর। ফলে প্রথমবার এএফসি কাপের নকআউট নর্ব খেলতে আসা আকাশী নীলদের স্বপ্নযাত্রা থামলো সেমিতেই।
Leave a reply