মেক্সিকোর একটি পানশালায় দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগে নারীসহ প্রাণ গেছে কমপক্ষে ২৬ জনের।
প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এই হামলাকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়ে, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বলেন, সহিংসতা রোধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে তার সরকার। বন্দর নগরী কোটজাকোলকসে’র একটি পানশালায় বুধবার হয় এই হামলা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জরুরি বর্হিগমন পথ বন্ধ করে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। তাতে, ঘটনাস্থলেই দগ্ধ বা দমবন্ধ হয়ে প্রাণ হারায় ১০ নারীসহ অন্যরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও ১৩ জন। পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীরা সদ্য কারাগার থেকে মুক্তি পাওয়া মাদক চোরাকারবারি। তাদের আটকে অভিযান চলছে।
Leave a reply