আশুলিয়ায় দুই বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

|

সাভারে আশুলিয়ায় দুই বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আহাত পরিবহনের মালিক জলিল ও চালক জাহাঙ্গীর। তাদের বাড়ি পাবনা জেলায়।

ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে বাইপাইল যাওয়ার পথে কবিরপুর এলাকায় আহাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এ সময় ওই বাসটিকে আহাদ পরিবহনের আরেকটি বাসের পেছনে রশি দিয়ে বেঁধে টেনে নেয়ার সময় পেছন থেকে এসআর প্লাস পরিবহনের দ্রুতগতির বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হন ওই দুজন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply