চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

|

প্রতীকী ছবি।

রাজধানীর শ্যামলীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। ওই চাকরিপ্রার্থীকে অজ্ঞান করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শ্যামলীর ৩ নম্বর সড়কের কথিত ওই অফিস থেকে তাকে আটক করা হয়। তবে অভিযুক্ত অপর দু’জন পলাতক রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে চাকরির ইন্টারভিউ দিতে ওই অফিসে যায় ভুক্তভোগী তরুণী। সাক্ষাৎকারের সময় তাকে কোকের সঙ্গে ঘুমের বা নেশাজাতীয় ওষুধ খাইয়ে ধর্ষণ করে কয়েকজন। জ্ঞান ফিরলে অসুস্থ অবস্থায় বাসায় ফেরে সে। ওই তরুণী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply