ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৫০ লাখ টাকার পে অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন আপিল বিভাগ। এই আর্থিক প্রতিষ্ঠানটি, গেল ২৯ জানুয়ারি থেকে, পদ্মা ব্যাংক হিসাবে কার্যক্রম পরিচালনা করছে। দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন গঠিত বেঞ্চ এই প্রশ্ন তোলেন।
আদালত বলেন, পে অর্ডার কখনও ডিজ-অর্নার হয় না। কারণ ব্যাংকে টাকা জমা দিয়েই পে অর্ডার করা হয়। সেক্ষেত্রে পে অর্ডার ডিজ অর্নার হওয়া দেশের আর্থিক খাতের জন্য অশুনি সংকেত বলে জানান সর্বোচ্চ আদালত।
এছাড়া পিপলস লিজিং কোম্পানি অবসায়ন না হওয়া পর্যন্ত এর সাবেক পরিচালকরা কেউ অর্থ উত্তোলন করতে পারবেনা বলে নির্দেশ দিয়েছেন, উচ্চ আদালত।
Leave a reply