বগুড়া ব্যুরো
বগুড়ার শেরপুর উপজেলায় করতোয়া নদীতে ডুবে প্রাণ গেছে বাবা ও শিশু কন্যার। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের চণ্ডিদান গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই পরিবারের নিখোঁজ আরেক শিশুর সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুকন্যা কিরণবালা (৪) ও ভাতিজা বদো (৬) কে নিয়ে চণ্ডিদান গ্রামের চন্দন কুমার করতোয়া নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে মাঝনদীতে দুই শিশুসহ তলিয়ে যান চন্দন। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল বাবা-কন্যার মরদেহ খুঁজে পান।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, স্থানীয়রা প্রথম চেষ্টা করে তিন জনকে উদ্ধারের। পরে ফায়ার সার্ভিস কর্মীরা চন্দন ও কিরণবালাকে উদ্ধার করেন। এখনো নিখোঁজ থাকা চন্দনের ভাতিজাকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে বলেও তিনি জানান।
Leave a reply