ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া চার বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ জানিয়েছে, ওই চার বাংলাদেশিকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, ক্যাম্প কমান্ডার পর্যায়ে বৈঠকে বাংলাদেশি চার নাগরিককে আটকের বিষয়টি স্বীকার করে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। আটককৃতদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানায় বিজিবি।
হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকার বাসিন্দা রুবেল, মাহাবুব, জামাল ও মাসুমকে সীমান্তের কাছে ঘোরাঘুরির সময় ধরে নিয়ে যায় ভারতীয় নাগরিকরা। পরে তাদের আটক করে বিএসএফ।
Leave a reply