সুন্দরী মেয়েদের ছবি দিয়ে ফেসবুক খুলে প্রেম, তারপর জিম্মি

|

পাবনা প্রতিনিধি
সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করে মেয়েদের নামে প্রথমে বিভিন্ন ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে দেখা করার কথা বলে তাদেরকে নিয়ে এসে জিম্মি করার মাধ্যমে বড় অংকের টাকা হাতিয়ে নেয়।

শুক্রবার পাবনা সদরে এমনই এক প্রতারক চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব। পরে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে তারা। যাদের ফাঁদে পড়ে বিভিন্ন সময়ে সর্বশান্ত হয়েছে অনেকে।

গ্রেফতারকৃতরা হলো-পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার মৃত আফজাল হোসেনের ছেলে মনোয়ারুল ইসলাম (৩১), রামচন্দ্রপুর ঘোষপাড়া মহল্লার মহিউল ইসলামের ছেলে মাসুদ রানা ওরফে শাওন (২৭), শালগাড়িয়া হাসপাতালপাড়া মহল্লার আব্দুল দায়েন ওরফে দুলালের ছেলে ইমদাদুল হক ওরফে হিরো (৩৭), দিলালপুর ঘোষপাড়া মহল্লার সিদ্দিকুর রহমানের ছেলে রাকিব হাসান ওরফে রুবেল (২৮) ও শালগাড়িয়া মুজাহিদ ক্লাব মহল্লার রাকিবুল ইসলামের ছেলে সুজান আলী ওরফে পিন্স (৩০)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ওই ৫ সদস্যকে আটক করা হয়। পরে

জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাবকে জানায়, চক্রের সক্রিয় সদস্যরা ফেসবুকে সুন্দরী মেয়ের ছবি ব্যবহার করে মেয়েদের নামে ভুয়া আইডি খুলে বিভিন্ন ব্যক্তির সাথে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে তাদের সাথে দেখা করার কথা বলে তাদেরকে নিয়ে এসে অপহরণ করে জিম্মি করার মাধ্যমে তাদের নিকট হতে প্রতারণার মাধ্যেমে বড় অংকের টাকা হাতিয়ে নেয়।

সম্প্রতি উক্ত প্রতারণার শিকার জনৈক এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে র‌্যাবের স্পেশাল টিম অভিযানে নেমে উক্ত প্রতারক চক্রের রহস্য উদঘাটন পূর্বক তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল, বিভিন্ন মেয়েদের নামে ভুয়া ফেসবুক আইডি ও মেসেঞ্জারে চ্যাটিং এর মাধ্যমে কথোপকথন পাওয়া যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply