ভোলা থেকে গ্রেফতার মানবপাচার চক্রের ৪ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার মধ্যরাতে ভোলার বোরহানউদ্দিন থেকে তাদের গ্রেফতার করে মাদারীপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, আট মাস আগে অবৈধভাবে ইরাকে যাওয়ার পথে মানবপাচার চক্রের কাছে জিন্মি হয় মাদারীপুরের কালকিনির মিনাজদী গ্রামের আল-মামুন শিকদার। তাকে নির্যাতন করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় চক্রের হোতা মিলন মাল ও তার সহযোগিরা। এ ঘটনায় মামলা হলে ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
এদিকে, পাবনায় তরুণীদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে ৫ জনকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, চক্রের সদস্যরা ফেসবুকে সুন্দরী মেয়েদের নামে ভুয়া আইডি খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো। পরে দেখা করে অপহরণ এবং জিম্মির মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়া হতো।
Leave a reply