‘সড়কের শৃঙ্খলা ফেরাতে রাস্তার ভৌত কাঠামো বদলাতে হবে’

|

সড়কের শৃঙ্খলা ফেরাতে রাস্তার ভৌত কাঠামো বদলাতে হবে। সেজন্য সব সেবা সংস্থাকে একসাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে মহানগরীর বাস ব্যবস্থাপনার উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভোগান্তি কমাতে বাস টার্মিনালগুলোকে শহরের বাইরে নিতে হবে। রাস্তায় অহেতুক হয়রানি, রেকারিং বা মামলা না করতে ট্রাফিক সদস্যদের নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, চলন্ত বাসে যাত্রীদের ওঠা নামা বন্ধ করতে হবে। তবে ঢাকায় কেনো অটো ট্রাফিক সিস্টেম চালু হচ্ছে না- তার উত্তর জানা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply