কারো ফোন ধরছেন না তাহেরী

|

বহুল আলোচিত-সমালোচিত বক্তা ও ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইব্রাহিম খলিল।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ও ৩১ ধারায় মামলাটি হয়েছে।

দুপুরে মামলা দায়ের হওয়ার পর থেকে সাংবাদিকরা তার সাথে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও সফল হচ্ছেন না। একাধিক সাংবাদিক জানিয়েছেন, আজ দুপুর থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। বারবার ওপর প্রান্ত থেকে কল কেটে দেয়া হচ্ছে।

বাদী ইব্রাহিম খলিল মামলার বিবরণীতে লিখেছেন, আসামি একজন ভণ্ড। তিনি নিজেকে মুফতি দাবি করলেও ইসলাম সম্পর্কে তার জ্ঞান নিয়ে সন্দেহ আছে। ওয়াজ মাহফিলে আসামি ভক্তদের দিয়ে নেচে গান গাওয়া শুরু করেন। তার ওয়াজে ইসলামকে ব্যঙ্গ করা হচ্ছে বলেও বাদী অভিযোগ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply