কাশ্মির ইস্যুতে এবার তুমুল বিবাদে জড়ালো পাক-ভারত

|

কাশ্মির ইস্যুতে এবার মালদ্বীপে তুমুল বিবাদে জড়ালো পাকিস্তান-ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্পিকারদের সম্মেলনে দু’পক্ষের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনার সময় কাশ্মির ইস্যুটি উত্থাপন করে ইসলামাবাদ। পাকিস্তানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি ভারতশাসিত কাশ্মীর অঞ্চলের অবস্থা নিয়ে বক্তব্য দেন। এর পরপরই ভারতের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে পাল্টা বক্তব্য দেয়া শুরু করেন। এসময় দুপক্ষের মধ্যে চলে তুমুল বাকবিতন্ডা। আঞ্চলিক সন্ত্রাসবাদের জন্য

পাকিস্তানকে দায়ি করেন ভারতের প্রতিনিধিরা। পাল্টা জবাবে পাকিস্তানের তরফ থেকে অভিযোগ করা হয়, কাশ্মীরে ভারতের মানবাধিকার লংঘন টেকসই উন্নয়নের পথে বড় বাধা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply