শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। নতুন দায়িত্বে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে স্থানান্তর করেছে সরকার।
আজ সোমবার এসব সিদ্ধান্ত নেয়া হয়।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার পদে গত দায়িত্ব পালন করে আসছিলেন।
আবুল কালাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৯১ সনে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডার)-এ যোগদান করেন।
Leave a reply