চুয়াডাঙ্গা প্রতিনিধি
আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হাসান মুন্সিকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০২ বোতল ভারতীয় ফেনসিডিল। দুুপরে তাকে মামলাসহ দামুড়হুদা মডেল থানাতে হস্তান্তর করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬,র কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সীমান্ত পেরিয়ে আসা মাদকের একটি চালান দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামে হাতবদল হবে। এ খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকেই র্যাবের একটি দল ওই গ্রামে অবস্থান নিয়ে থাকে। ভোর ৪টার দিকে গ্রামের একটি সড়কের ওপর কয়েকজন অবস্থান দেখতে পেয়ে র্যাব তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হাসান মুন্সি। তার কাছ থেকে উদ্ধার হয় ৪০২ বোতল ফেনসিডিল।
পরে র্যাব ঝিনাইদহ ক্যাম্পে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে মামলাসহ দামুড়হুদা থানাতে হস্তান্তর করা হয়।
Leave a reply