কলকাতার বউবাজারের দুর্গা পিতুরি লেনে ফের ভাঙল পাকা বহুতল বাড়ি। বাড়ির পাশেই কাজ করছিলেন শ্রমিকরা। অল্পের জন্য রক্ষা পান শ্রমিকরা। নতুন করে ধস বউবাজারে, আরও কিছু বড়িতে পড়ল ফাটল। বাড়ির বাসিন্দাদের সরে যেতে আবেদন। এর আগেও মঙ্গলবার সকালে ভেঙে পড়েছিল বাড়ির একাংশ। বাড়িটি আগেই খালি করে দেওয়া হয়েছিল।
বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। রবিবার দুপুরে আচমকাই দুর্গা পিতুরি লেনের একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল খোঁড়ার কাজ চলছিল। বাসিন্দাদের সতর্ক করে মেট্রো কর্তৃপক্ষ নোটিশ জারি করেছিল। এলাকার পুরোন বাড়িগুলোয় আগেই ফাটল ধরেছিল। বেশ কয়েকটি বাড়ি মাটিতে বসে যায়। বাড়ির ভিতরের বিভিন্ন অংশ ভেঙে পড়ে।
সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বউবাজারের দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেন ও স্যাঁকরা পাড়া লেনের বাড়িগুলো। শনিবার রাত থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। মাঝরাতেই বাড়ি ছাড়েন অনেকে। বাসিন্দাদের অভিযোগ, আগাম নোটিশ না দিয়ে টানেল খোঁড়ার কাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ।
সূত্র: নিউজ এইটিন।
Leave a reply