ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পরস্ত্রীকে অপহরণ মামলায় দোষী সাব্যস্ত করে বিপ্লব মাতুব্বর (৩৮) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছর বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ আলমগীর কবির এ আদেশ দেন। আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকার পক্ষের কৌশলী (পিপি) স্বপন পাল বলেন, বিপ্লব মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কাখিলাখোলা গ্রামের বাসিন্দা। ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর তিনি (বিপ্লব) এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে বিপ্লব মাতুব্বরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
পিপি আরও বলেন, অপহরণের ঘটনার পর থেকে আজ পর্যন্ত অপহরণকারী বিপ্লব ও অপহৃত ওই গৃহবধূর কোন সন্ধান পাওয়া যায়নি।
Leave a reply