মাদারীপুরে মাদক ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদক বিক্রির অপরাধে মাদারীপুরের শিবচরে এক মাদক ব্যবসায়ীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলার শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান এর নেতৃত্বে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বড় বাহাদুরপুর গ্রামের মামুন বেপারীর ছেলে।

অভিযান পরিচালনাকালে ইয়াবা বিক্রিকালে আব্দুল্লাহ বেপারীকে (২৭) ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমান আদালত। আব্দুল্লাহর দেহ তল্লাশি করে জব্দকৃত ইয়াবা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে আটক করে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply