রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে পুলিশ সদস্য জয়রাম কুমারকে কুপিয়ে জখম করার ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরীর দাশপুকুর বউবাজার এলাকা থেকে ঐ হামলাকারী যুবককে পুলিশ আটক করে। তবে এখন পর্যন্ত পুলিশ হামলাকারীর পরিচয় এবং কেন এ হামলা তা জানায়নি।
বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী ট্রাফিক পুলিশের সদর দপ্তরের সামনে হামলার ঘটনা ঘটেছিলো।
মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাতে জখম পুলিশ কনস্টেবল জয়রাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশের ভাষ্যমতে, জয়রাম ট্রাফিক পুলিশের সাথে চেকপোস্টে ডিউটি করছিলেন। কাগজপত্র না থাকায় জব্দ করা একটি মোটরসাইকেল তিনি রাজশাহী ট্রাফিক পুলিশের সদর দপ্তরে এনে জমা দেন। এরপর সেখান থেকে বের হয়ে দপ্তরের প্রধান ফটকের কাছে আসতেই হামলাকারী যুবক ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পরে হামলাকারী জয়রামের কাছে থাকা হেলমেট নিয়ে পালিয়ে যায়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, হামলাকারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পরিচয় ও হামলার কারণ পরে জানানো হবে।
Leave a reply