টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

|

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় ১ বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার মাদারজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল হক (৭০) করটিয়ার বীরপুষিয়া গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ডাল ভর্তি একটি ট্রাক মহাসড়কের করটিয়ার মাদারজানী এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা দিয়ে হেটে চলা এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এ ঘটনার ওই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply