গুলশানে মঈন খানের বাসায় কূটনীতিকদের বৈঠক

|

ফাইল ছবি।

গুলশানে বিএনপি নেতা মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা’সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন ঐক্যফ্রন্ট নেতারা।

সকাল ১০টা থেকে শুরু হয়ে আড়াই ঘন্টা চলে বৈঠক। এরপর ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

এসময় জাসদ সভাপতি আ স ম আব্দুর রব বলেন, বিরোধী দলসহ জনগণকে কথা বলতে দিচ্ছে না বর্তমান সরকার। এমনটা চলতে থাকলে পরিণতি ভালো হবে না।

এতে মির্জা ফখরুলসহ বিএনপি’র অধিকাংশ শীর্ষ নেতারাই উপস্থিত ছিলেন। এছাড়া জাতিসংঘের একজন প্রতিনিধিও বৈঠকে উপস্থিতি ছিলেন বলে জানা গেছে।

এ ছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বৈঠকে উপস্থিত আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply