Site icon Jamuna Television

রংপুর সিটি নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন: মির্জা ফখরুল

রংপুর সিটি নির্বাচনের সরকার দলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে হাইকোর্ট এলাকায় মাজারের সামনে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে একথা বলেন তিনি। এসময় রংপুর সিটি নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় তাহলে এর দায়ভার কমিশনের বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

জিয়া পরিবারের অর্থ পাচার নিয়ে আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই সরকারদলীয় নেতারা এধরনের কথা বলছেন।

Exit mobile version