নাটোরে গাঁজা চাষের সন্ধান পেলো র‌্যাব

|

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের লালপুরের দূর্গম চরাঞ্চলে গাঁজা চাষাবাদের সন্ধান পেয়েছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় উপজেলার চরজাজিয়া বিলমারিয়া চরে এক অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় বিপুল পরিমান গাঁজার গাছ জব্দ করা হয়। পরে গাঁজা চাষাবাদের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে তারা।

নাটোর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরজাজিয়া বিলমারিয়া চরে অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে ঐ চরাঞ্চলে বিপুল পরিমান গাঁজার গাছের দেখা মেলে। যার পরিমান প্রায় চল্লিশ কেজি হবে। পরে গাঁজার গাছ তুলে আলামত হিসাবে জব্দ করা সহ শের মোহাম্মদ ওরফে হামান মণ্ডল ও আব্দুল কাদের খামারু নামে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুইজন স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ তারা অবৈধ গাঁজার গাছ উৎপাদন ও এর কাঁচা লতা, পাতা ও ফুল বিক্রি করে আসছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply