ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার গৃহবূধ শীলা হত্যার সাথে জড়িত স্বামী খায়রুলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। শুক্রবার সকাল ১০টায় আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ভাঙ্গাব্রিজ থেকে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তালশহর চৌরাস্তা পর্যন্ত এসে আবার আন্দিদিল গ্রামের ভাঙ্গা ব্রিজে গিয়ে শষে হয়।
নিহত শীলার বাবা বাবুল মিয়া জানান, গত ২ সেপ্টেম্বর দুপুরে শীলার স্বামী খায়রুল ফোন করে জানায় যে, শীলা অসুস্থ। আপনি এসে শীলাকে দেখে যান। বাড়িতে গিয়ে দেখেন শীলাকে মৃত অবস্থায় মাটিতে শুয়ে রাখা হয়েছে। তখন স্বামী জানায় শীলা গত রাতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
শীলার বাবা বাবুল মিয়া আরও বলেন, শীলার স্বামী খায়রুল আমার মেয়েকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করত এবং যৌতুক না পেয়ে সে আমার মেয়েকে মেরে ফেলেছে।
তবে এই ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে, এটি হত্যা না আত্মহত্যা। তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a reply