Site icon Jamuna Television

টঙ্গীতে ছুরিকাঘাতে বেসরকারী কোম্পানির কর্মকর্তা নিহত

গাজীপুরের টঙ্গী কলেজ গেইট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আর এফ এল কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের সহকর্মীরা জানান, নিহত কামরুল ইসলাম আর এফএল কোম্পানীর জোনাল ম্যানেজার হিসাবে সিলেটে কর্মরত ছিলেন। তিনি আজ ভোরে তার বাড়ি নাটোর থেকে একটি অফিসিয়াল মিটিংএ যোগ দিতে টঙ্গী কলেজগেইট এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা মোবাইল ল্যাপটপ ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।

সকালে কলেজ গেইট এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত কামরুল ইসলাম নওগা সদরের মৃত আবুল কাশেমের ছেলে বলে জানা যায় ।

এলাকাবাসী ও তার সহকর্মীদের দাবি, প্রায় প্রতিদিনই কলেজগেইট ও হোসেন মার্কেট এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে অনেকেই তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব ও আহত-নিহত হয়েছেন। সর্বশেষ আজ এই কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুর বিচার দাবি করেছেন তারা।

Exit mobile version