চট্টগ্রাম বিভাগের ৯ জেলায় সকাল থেকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ৯ দফা দাবিতে বিভাগীয় গণ ও পণ্য পরিবহন ঐক্য পরিষদ এ কর্মসূচি দিয়েছে।
তাদের দাবি, আরও ১৪ টি পরিবহন সংগঠন তাদের সাথে একাত্মতা জানিয়েছে।
তবে, চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন ধর্মঘট প্রতিহতের ঘোষণা দিয়ে গাড়ি চালাচ্ছে। চলছে না ধর্মঘট সমর্থনকারীদের অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস। বন্ধ আছে পণ্যবাহী ট্রাকও।
এদিকে পরিবহন সংকটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরিবহনের কাগজপত্র হালনাগাদের জন্য জরিমানা মওকুফ, সড়কে চাঁদাবাজি বন্ধসহ ৯ দফা দাবিতে ডাকা হয়েছে ধর্মঘট।
Leave a reply