স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোরের লালপুর থেকে ২ হাজার ৬৫০ লিটার চোরাই ট্রেনের জ্বালানী (ডিজেল) সহ চারজনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে উপজেলার শ্রীরামগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শ্রীরামগাড়ী এলাকার রইচ উদ্দিনের ছেলে চাঁন মিয়া, পাবনার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর গ্রামের নুরু শেখের ছেলে বিপুল শেখ ও আব্দুর রহিমের ছেলে মিজাউল ইসলাম এবং একই জেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে সাহেদুল ইসলাম।
নাটোর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীরামগাড়ী এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় ১৩টি ড্রামে মজুদ করে রাখা ২ হাজার ৬৫০ লিটার চোরাই ট্রেনের জ্বালানী (ডিজেল) জব্দ করা সহ চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ট্রেন থেকে জ্বালানী চুরি করার কথা স্বীকার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a reply