নিজেদের মাত্র দ্বিতীয় টেস্টে জয়ের নিশ্চিত হাতছানি। তাও আবার বিদেশের মাটিতে। এমন একটা স্বাপ্নিক সম্ভাবনা শুধু ভাসিয়ে নিয়ে যাচ্ছে বৃষ্টি! আর অসহায় হয়ে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আফগান ক্রিকেটাররা। বৃষ্টির কাছে আফগানরা অসহায় হলেও আফগানদের কাছে মাঠে অসহায় টাইগাররা!
এটাই ছিল আজ সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালের দৃশ্য। চট্টগ্রামে টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনটি ধুয়ে নিয়েছে বৃষ্টি। দুপুর একটায় খেলা শুরু হওয়ার কথা। আফগানদের প্রয়োজন মাত্র ৪টি উইকেট। আর বাংলাদেশকে খেলতে হবে পরের দুটি সেশন। তবে আবারও বৃষ্টি চলে এলে হয়তো না খেলেও পার পাওয়া যেতে পারে এ যাত্রায়।
মুষলধারে বৃষ্টির কারণে সকাল থেকে কাভার দিয়ে ঢেকে রাখা হয় উইকেট। মাঠের নানা জায়গায় পানি জমে আছে। ড্রেসিংরুমে বসে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা।
এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয় চতুর্থ দিনের খেলা। ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। সঙ্গে থাকা সৌম্য সরকার রানের খাতা খুলতে পারেননি।
Leave a reply