অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে গুঞ্জন সত্যি করে বিয়ের পিড়িতে বসলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ।
আজ সকালে ইতালির তাসকানি শহরের একটি ঐতিহ্যবাহী রিসোর্টে হিন্দু শাস্ত্রমতে পাঞ্জাবি রীতিতে অনুষ্ঠিত হয় ‘বিরুষ্কার’ বিয়ে। এ সময় বিরাট-আনুশকার খুব কাছের কয়েকজন বন্ধু আর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।
এরআগে গত ৭ ডিসেম্বর ইতালির উদ্দেশে সপরিবারে ভারত ত্যাগ করেন বিরাট ও আনুশকা। বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও নব-দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আজ রাতেই । দেশে ফিরে ২১ ডিসেম্বর দিল্লিতে দুপক্ষের আত্মীয় স্বজনদের নিয়ে অনুষ্ঠান করবেন তারা। আগামী ২৬ ডিসেম্বর মুম্বাইতে বিবাহোত্তর পার্টির আয়োজন করেছেন বিরাট কোহেলি । সেখানে আমন্ত্রন জানিয়েছেন বলিউড তারকা, ক্রিকেটারসহ রাজনীতিবিদদের। এরপর তারা ভারতীয় ক্রিকেট দলের সাথে উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকা। হানিমুন আর থার্টি ফার্স্টটা সেখানেই সারবেন তারা।
যমুনা অনলাইন- এফআর।
Leave a reply