যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার হামলার ১৮ বছর আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ছিনতাই হওয়া দুটি যাত্রীবাহী বিমানের আঘাতে ধ্বংস হয়ে যায় পাশাপাশি থাকা দুটি সুউচ্চ ভবন, যা পরিচিত ছিল টুইন টাওয়ার নামে।
এইদিনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনেও হামলা হয়েছিলো। এছাড়া, ছিনতাই হওয়া আরো একটি বিমান বিধ্বস্ত হয়েছিল পেনসিলভানিয়ার শাঙ্কসভিলে। এ হামলায় প্রাণ হারায় প্রায় ৩ হাজার মানুষ। এদের মধ্যে ১ হাজার ৬৪২ জনকে আনুষ্ঠানিকভাবে সনাক্ত করা সম্ভব হলেও সনাক্ত করা যায়নি ১ হাজার ১১১ জনকে।
কিন্তু এত বছর পার হয়ে গেলেও আজও বিচার হয়নি সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার।
Leave a reply