মারা গেছে ‘যুবরাজ’

|

কুমিল্লা চিড়িয়াখানার সেই রুগ্ন সিংহ যুবরাজ আজ মঙ্গলবার সকালে মারা গেছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মারা গেলো সিংহটি। যুবরাজের লাশের ময়নাতদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করেছে চিড়িয়াখান কর্তৃপক্ষ।

গত নভেম্বরে রুগ্ন যুবরাজের ছবি গণমাধ্যমে ভাইরাল হয়। চিড়িখানার নিয়মিত দর্শনার্থীদের অনেকে দাবি করেন, অযত্ন অবহেলায় সিংহটির এই রুগ্ন দশা হয়েছে।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঢাকা থেকে চিকিৎসকরা কুমিল্লা চিড়িয়াখানায় যান। তারা যুবরাজের শারিরীক অবস্থা দেখে তখন থেকে প্রদর্শন বন্ধ ও চিকিৎসার পরামর্শ দেন। এরপর থেকে যুবরাজকে আর প্রদর্শন করা হয়নি।

চিকিৎসকদের মতে, একটি সিংহ সাধারণত ১৪ বছর বাঁচে। যুবরাজের বর্তমান বয়স ১৮ বছর। সে মূলত তার বাড়তি জীবনকাল অতিবাহিত করছিলো।

১৯৮৬ সালে কুমিল্লা শহরের কালিয়াজুরি এলাকায় ১০ দশমিক ১৫ একর জায়গা নিয়ে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হলেও অনুন্নয়ন অভাব ও অবহেলায় চিড়িয়াখানার অবস্থা জরাজীর্ণ।

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply