কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন। আজ পর্যন্ত কুষ্টিয়া জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৬৫ জন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ রওশন আরা জানান, কুষ্টিয়ার দৌলতপুরের ছাতারপাড়া গ্রামের একটি পাড়ায় ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর আইডিসিআর এর একটি প্রতিনিধি দল ঐ গ্রাম থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন যে প্রতিবেদনটি গতকাল প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুরের ছাড়ারপাড়া গ্রাম থেকে সংগৃহিত নমুনায় এডিস অ্যালবোপিকটাস মশার লার্ভা আছে বলে নিশ্চিত হয়েছেন এবং এই প্রত্যন্ত এলাকার এডিস অ্যালবোপিকটাস মশার মাধ্যমে ডেঙ্গুর ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ, দৌলতপুরের ছাতারপাড়া গ্রামে আজ পর্যন্ত ৫৪জন ডেঙ্গুতে আক্রন্ত হয়েছেন। এছাড়াও আশেপাশের গ্রামে আরো ২৫জন ডেঙ্গুতে আক্রন্ত হয়েছেন।
Leave a reply