থানায় ধর্ষকের সাথে বিয়ে : জেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

|

পাবনা প্রতিনিধি
পাবনায় ধর্ষণের শিকার নারীর সাথে থানায় অভিযুক্তের বিয়ের ঘটনায় পাবনা জেলা প্রশাসনের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল চারটায় পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশে পাবনা জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজকে আহ্বায়ক করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি দুই সদস্য হলেন, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান ও ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর। কমিটিকে আগামী ১৫ সেপ্টেম্বর প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছিল। পাশাপাশি সদর থানার ওসি ওবায়দুল হক ও এসআই একরামুল হকের কাছে কৈফিয়ত তলব করা হয়। তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার ওসিকে প্রত্যাহার ও এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply