ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ গেছে অন্তত ১১ জনের। শুক্রবার
এক বিবৃতিতে স্থানীয় প্রশাসন জানায়, অগ্নিদগ্ধ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কজনক। মৃতদের বেশির ভাগই বয়স্ক রোগী ছিলেন।
হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় দিগ্বিকশূণ্য হয়ে ছুটতে থাকে তারা। রোগীদের বের করে আনার চেষ্টা করে হাসাপাতাল কর্মীরা। আগুনের তাপে বন্ধ হয়ে যায় লাইফ সাপোর্টে থাকাদের যন্ত্রপাতি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গুরুতর দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের ৪ কর্মী। আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনও। পাশের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। দগ্ধ স্বজনদের সন্ধানে শুক্রবার হাসাপাতালগুলোতে ভিড় করে অনেকে।
এ ঘটনায় ৩ দিনের শোক ঘোষণা করেছেন রিও ডি জেনিরোর মেয়র।
Leave a reply